ঘরে থাকা বিভিন্ন বেনিফিসিয়াল ইনগ্রেডিয়েন্ট নিজের রেগুলার স্কিন কেয়ার রুটিনে রাখতে পছন্দ করেন ফারিন। কিন্তু সে অ্যালোভেরা, টমেটো বা মিল্কের মতো ইনগ্রেডিয়েন্ট সরাসরি ত্বকে ব্যবহার করতে পারছে না। কারণ এগুলো তার ত্বকে প্রোপারলি সুট করছে না। যেমন, এগুলো ইউজ করার পর ত্বকে র্যাশ, ইরিটেশনসহ আরও নানান সমস্যা দেখা দিচ্ছে। ফারিনের মতো এই ধরনের সমস্যা অনেকেই ফেস করে থাকেন। তবে এতে দুশ্চিন্তার কিছু নেই। র ইনগ্রেডিয়েন্ট হিসেবে এগুলো ব্যবহার করতে না পারলেও সুদিং জেল হিসেবে এদের ব্যবহারে আপনার ত্বক পাবে আরও বেশি বেনিফিটস।
আজকের ব্লগে আপনাদের জানাবো ল্যাভিনোর তিনটি সুদিং জেল অ্যালোভেরা, টমেটো ও মিল্ক সুদিং জেল সম্পর্কে। নিজেদের স্কিন কনসার্ন অনুযায়ী বেছে নিতে পারেন আপনার পছন্দের সুদিং জেলটি।
ল্যাভিনো অ্যালোভেরা সুদিং জেল ৯৯%
অ্যালোভেরা জেলে ভিটামিনস, মিনারেলস ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি চুল ও ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা দূর করে।
বেনিফিটস
১। ত্বকের ইরিটেশন কমায় ও সতেজ রাখে
রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে এবং ত্বককে সতেজ রাখতে খুবই কার্যকরী এই সুদিং জেলটি।
২। ত্বককে ময়েশ্চারাইজ রাখে
এটি কাজ করে ড্রাই স্কিনকে ময়েশ্চারাইজড ও নারিশড রাখতে।
৩। চুল সফট এবং স্মুথ করে
ত্বকের পাশাপাশি চুলের যত্নেও ব্যবহার করতে পারেন ল্যাভিনো অ্যালোভেরা সুদিং জেল। চুল সফট, স্মুথ এবং শাইনি করতে এটি দারুণভাবে কাজ করে।
৪। ড্যানড্রফ এর সমস্যা দূর করে
আপনার যদি ইচি স্ক্যাল্প ও ড্যানড্রফ এর সমস্যা থাকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন ল্যাভিনো অ্যালোভেরা সুদিং জেল। এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল প্রপার্টিজ স্ক্যাল্প ক্লিন এবং ড্যানড্রফ ফ্রী রাখতে হেল্প করে।
ল্যাভিনো টমেটো সুদিং জেল ৯৯%
টমেটোতে আছে ভিটামিন সি, লাইকোপিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। এগুলো ত্বক উজ্জ্বল ও সতেজ রাখে। তাই রেগুলার স্কিন কেয়ারে টমেটো সুদিং এ্যাড করলে ত্বক হবে হেলদি ও গ্লোয়িং।
বেনিফিটস
১। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
ন্যাচারালি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব ভালো কাজ করে এই টমেটো সুদিং জেলটি।
২। ত্বক হাইড্রেটেড রাখে
এটি আমাদের ত্বকে প্রপার হাইড্রেশন প্রোভাইড করে, ত্বক রাখে ময়শ্চারাইজড।
৩। সানট্যান এবং ইরিটেশন দূর করে
এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ থাকায় ত্বকের ইরিটেশন ও রোদে পোড়া ভাব কমাতে কাজ করে।
৪। অ্যান্টি-এজিং সাইন প্রিভেন্ট করে
পরিবেশ দূষণ, দুশ্চিন্তাসহ বিভিন্ন কারণে আমাদের ত্বকে যে আরলি এজিং সাইনগুলো দেখা যায়, সেগুলো হালকা করতে সাহায্য করে টমেটো সুদিং জেল।
ল্যাভিনো মিল্ক সুদিং জেল ৯৯%
দুধে যেহেতু ল্যাক্টিক এসিড, ভিটামিনস ও মিনারেলস থাকে, তাই এটি ত্বকের জন্য খুবই উপকারী।
বেনিফিটস
১। ময়েশ্চারাইজ করে
ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করতে দারুন ভাবে কাজ করে ল্যাভিনো মিল্ক সুদিং জেল।
২। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
রেগুলার ত্বকে মিল্ক সুদিং জেলের ব্যবহার, হারানো উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে।
৩। ত্বকের জ্বালাপোড়া দূর করে
ত্বকের জ্বালাপোড়া বা অস্বস্তিভাব দূর করতে কাজ করে এই জেলটি।
৪। এনলার্জ পোরস মিনিমাইজ করে
ত্বকের এনলার্জ পোরস মিনিমাইজ করতে হেল্প করে ল্যাভিনো মিল্ক সুদিং জেল।
গরমের তীব্রতা যেহেতু ধীরে ধীরে বাড়ছে, তাই গরমে নিজের ত্বককে প্রপারলি হাইড্রেটেড রাখার বিষয়ে আমাদের যত্নশীল হতে হবে। আর ত্বককে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড রাখতে সুদিং জেলের বিকল্প নেই।
সুদিং জেলসহ স্কিন কেয়ারের অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন mylavino.com এ। অথবা অর্ডার করুন ফেসবুক পেজ Lavino থেকে।
লিখেছেন আফরোজ জান্নাত হৃদিতা