স্কিনের হাইড্রেশন এবং উজ্জ্বলতা নিয়ে চিন্তিত নন, এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। আর এই চিন্তা থেকে কত ধরণের প্রোডাক্টই না ব্যবহার করা হয়ে থাকি। তবে ইনগ্রেডিয়েন্ট চেক না করে প্রোডাক্টের গায়ে কেবল ময়েশ্চারাইজিং বা ব্রাইটেনিং প্রোডাক্ট লিখা দেখে তা ব্যবহার করলে আশানুরুপ ফলাফল পাওয়া নাও যেতে পারে। তাই প্রোডাক্টের ভিতরে থাকা ইনগ্রেডিয়েন্ট স্কিনের কোন প্রবলেমগুলো সল্ভ করতে হেল্প করে, সে বিষয়ে নলেজ থাকা জরুরী। কোন ইনগ্রেডিয়েন্ট আমাদের স্কিনের হাইড্রেশন ধরে রাখতে সহায়তা করে বা কোন ইনগ্রেডিয়েন্ট স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক তা কি আমরা আসলেও জানি?
আজকের ব্লগে কথা বলবো ঠিক সেরকমই দুটি ইনগ্রেডিয়েন্ট আলফা আরবুটিন এবং ভিটামিন ই নিয়ে।
আলফা আরবুটিন
আলফা আরবুটিন, যাকে হাইড্রোকুইনোন β-D-গ্লুকোপিরানোসাইডও বলা হয়, এটি একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রাকৃতিকভাবে বিয়ারবেরি গাছে পাওয়া যায়। এটি কৃত্রিমভাবেও তৈরী করা যায় এবং কৃত্রিমভাবে তৈরী করলে এর কার্যকারিতাও বহুগুনে বেড়ে যায়।
আলফা আরবুটিন এর কাজ
১। স্কিন ব্রাইট করতে
স্কিনের আনইভেন টোন ইভেন করতে সবথেকে কার্যকর আলফা আরবুটিন। এটি কাজ করে ল্যাচারাল স্কিন ব্রাইটেনিং এজেন্ট হিসেবে, যা মেলানিন নিঃসরণ কমিয়ে স্কিন করে ব্রাইট।
২। সানট্যান ও ডার্কস্পটস দূর করতে
প্রখর রোদে আমাদের স্কিনের যে ড্যামেজ হয়, তা রিপেয়ার করতে কার্যকর ভুমিকা রাখে আলফা আরবুটিন। এর রেগুলার ব্যবহার ডার্কস্পটস ও ব্রণের দাগ কমিয়ে আনে খুব সহজেই।
৩। হাইপারপিগমেন্টেশন কমাতে
আলফা আরবুটিন ত্বকের মেলানিন নিঃসরণ কমাতে সাহায্য করে বলে, এটি হাইপারপিগমেন্টেশনের একটি কার্যকর ট্রিটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়।
ভিটামিন ই
স্কিনকেয়ারে ভিটামিন ই এর ব্যবহার অনেক আগে থেকে চলে আসছে। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা সুর্যের ক্ষতিকর রশ্মি ও পরিবেশ দূষণ থকে আমাদের স্কিনকে প্রটেক্ট করে। এছাড়াও ভিটামিন ই কাজ করে,
১। স্কিনের হাইড্রেশন ধরে রাখতে
ভিটামিন ই স্কিনের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। শুষ্ক ও রুক্ষ স্কিনকে রাখে নরম ও মোলায়েম।
২। স্কিন ইনফ্ল্যামেশন কমাতে
ত্বকের প্রদাহ বা স্কিন ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে ভিটামিন ই। বিশেষ করে রোদে পোড়া ত্বকের ক্ষেত্রে।
৩। স্কিনের ইলাস্টিসিটি বাড়াতে
এটি স্কিনের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে এবং তারুন্য ধরে রাখে।
এই দুটি জিনিস যেহেতু আমাদের স্কিনের এতসব প্রবলেমের সলিউশন হিসেবে কাজ করে, তাই নিজেদের স্কিনকেয়ার রুটিনে অবশ্যই একটি আলফা আরবুটিন সমৃদ্ধ প্রোডাক্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ প্রোডাক্ট রাখা জরুরী। আর যদি ভালো ব্র্যান্ডের এমন কোন প্রোডাক্ট পেয়ে যান যেখানে দুটি ইনগ্রেডিয়েন্টই আছে তাহলে তো আর কথাই নেই।
যেমন, আলফা আরবুটিন ও ভিটামিন ই এর কম্বিনেশনে তৈরি ল্যাভিনো ব্রাইটেনিং ময়েশ্চারাইজার। স্কিনের প্রপার হাইড্রেশন ধরে রেখে, স্কিন টোন ব্রাইট করতে হেল্প করে এই ময়েশ্চারাইজারটি। এটি ডার্কস্পটস ও হাইপারপিগমেন্টেশন দূর করতেও হেল্পফুল।
স্কিনকেয়ার প্রোডাক্টগুলো কেনার সময় আমরা যদি এর ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে কিছুটা রিসার্চ করি, তাহলেই নিজেদের জন্য পারফেক্ট প্রোডাক্টটি পারচেজ করা অনেক সহজ হয়ে যায়।
স্কিন কেয়ারের অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন mylavino.com এ। অথবা অর্ডার করুন ফেসবুক পেজ Lavino থেকে।
লিখেছেন আফরোজ জান্নাত হৃদিতা