রূপচর্চা এখন আর ক্লিনজার, ময়েশ্চারাইজারের মধ্যে আবদ্ধ নেই। মানুষ এখন নিজেদের ত্বক নিয়ে অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষ স্কিনকেয়ারের নতুন নতুন পণ্য সম্পর্কে ধারণা পাচ্ছে এবং তাদের নিজেদের স্কিন কেয়ার রুটিনে এসব পণ্য অ্যাড করতে আগ্রহ দেখাচ্ছে। তেমনি রূপচর্চার জগতে নজর কেড়েছে হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ ময়েশ্চারাইজার, সিরাম, ফেইস মিস্টসহ আরও নানা প্রোডাক্টস।
এই হায়ালুরোনিক অ্যাসিড নিয়ে বিস্তারিত জানবো আজকের ব্লগে।
হায়ালুরোনিক অ্যাসিড কি?
হায়ালুরোনিক অ্যাসিড এমন একটি ময়েশ্চারাইজিং এজেন্ট, যা আমাদের ত্বকে প্রাকৃতিক ভাবেই তৈরি হয়। এই হায়ালুরোনিক অ্যাসিড কাজ করে ত্বকের ওয়াটার লেভেল ব্যালেন্স করতে। ফলে ত্বক থাকে কোমল, মসৃন এবং হাইড্রেটেড।
হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের জন্য কি কাজ করে?
- ময়েশ্চারাইজিং
আমাদের ত্বকে পানির অভাবে যে রুক্ষতা ও শুষ্কতা তৈরি হয় তা দূর করতে হায়ালুরোনিক অ্যাসিড ম্যাজিক এর মত কাজ করে। ত্বকের যে সেলগুলো নিস্তেজ হয়ে যায় সেগুলোকে পুনরায় সতেজ করতে সাহায্য করে হায়ালুরোনিক অ্যাসিড। ফলে ত্বক থাকে প্লাম্প এবং হাইড্রেটেড।
- কোলাজেন প্রোডাকশন বাড়াতে
আমাদের দেহে প্রাকৃতিকভাবে যে কোলাজেন থাকে তা বয়সের সাথে সাথে কমতে থাকে। হায়ালুরোনিক অ্যাসিড কোলাজেন প্রোডাকশন বুস্ট করে ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখে।
- অ্যান্টি-এজিং বেনিফিটস
ত্বক ড্রাই থাকলে খুব তাড়াতাড়ি চোখের নিচে ভাঁজ, ফাইন লাইনস ও রিংকেলস পড়ে যায়। ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড প্রয়োজনীয় হাইড্রেশন প্রোভাইড করে। ফলে ত্বকে এই রিংকেলস, ফাইন লাইনস পড়ার গতি ধীর হয়।
- ত্বক রিপেয়ার করে
অনেক সময় বাজারের অনেক ধরনের ক্ষতিকর কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে আমাদের ত্বকের মারাত্মক রকম ড্যামেজ হয়। এই ড্যামেজ রিপেয়ার করতে হায়ালুরোনিক অ্যাসিড যথেষ্ট কার্যকরী একটি ইনগ্রেডিয়েন্ট। এটি ড্যামেজ ত্বক রিপেয়ার করার পাশাপাশি স্কিন সেলগুলোকে স্ট্রং করতে হেল্প করে।
হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহারের নিয়ম
হায়ালুরোনিক অ্যাসিড টোনার, সিরাম, আইক্রিম, ময়েশ্চারাইজার ও অন্যান্য স্কিনকেয়ার পণ্যে পাওয়া যায়। এটি সাধারণত ত্বক ভালোভাবে পরিষ্কার করার পরে ব্যবহার করা হয়। নিজেদের ত্বকের ধরন এবং চাহিদার উপর নির্ভর করে আপনার পছন্দের পণ্যটি বেছে নিতে পারেন।
হায়ালুরোনিক অ্যাসিড নিয়ে কিছু ভুল ধারণা
- হায়ালুরোনিক অ্যাসিড শুধু শুষ্ক ত্বকের জন্য
এটি একটি ভুল ধারণা। হায়ালুরোনিক অ্যাসিড সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত; এমনকি সেনসেটিভ ত্বকের জন্যও।
- হায়ালুরোনিক অ্যাসিড তৈলাক্ত ত্বককে আরও তৈলাক্ত করে
হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের ময়েশ্চার ধরে রাখে বলে অনেকেই মনে করেন, এটি তৈলাক্ত ত্বক আরও বেশি তৈলাক্ত করে। তৈলাক্ত ত্বকের জন্যও হাইড্রেশনের প্রয়োজন হয়, যা হায়ালুরোনিক অ্যাসিড প্রভাইড করে।
- হায়ালুরোনিক অ্যাসিডের পার্শ্বপ্রতিক্রিয়া আছে
এটি আর একটি ভুল ধারনা। কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এটি ত্বকের হাইড্রেশন এবং ময়েশ্চার ধরে রাখে।
- হায়ালুরোনিক অ্যাসিডের উচ্চ মূল্য
হায়ালুরোনিক অ্যাসিড সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা হল এটি খুব ব্যয়বহুল। বাজারে বর্তমানে বিভিন্ন মূল্যের হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ প্রোডাক্টস পাওয়া যায়।
আশা করছি, আজকের ফিচারটিতে হায়ালুরনিক অ্যাসিড সম্পর্কে আপনাদের যাবতীয় দ্বিধা বা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। অথেনটিক সাইট বা শপ থেকে অথেনটিক পণ্যটি বেছে নিন।
স্কিন কেয়ারের অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন mylavino.com এ। অথবা অর্ডার করুন ফেসবুক পেজ Lavino থেকে।