প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চায় প্রাকৃতিক উপাদানগুলোর ব্যবহার চলে আসছে। আর এই প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো মিল্ক, যা আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করা থেকে শুরু করে উজ্জ্বলতা বৃদ্ধি পর্যন্ত বিভিন্নভাবে বেনিফিটেড করে। মিল্কের এই বেনিফিটগুলোর কারনেই বর্তমানে স্কিনকেয়ার ইন্ডাস্ট্রিতেও মিল্ক বেইজড প্রোডাক্টের চাহিদা বাড়ছে। মিল্কে এমন কিছু প্রাকৃতিক পুষ্টি উপাদান আছে যা ত্বককে কোমল ও স্বাস্থ্যজ্জ্বল রাখতে সাহায্য করে।
আজকের ব্লগে বিস্তারিতভাবে কথা বলবো মিল্ক বেইজড প্রোডাক্টের উপকারিতা এবং ল্যাভিনোর দুটি স্পেশাল মিল্ক বেইজড প্রোডাক্ট নিয়ে।
ত্বকের যত্নে মিল্ক বেইজড প্রোডাক্টের উপকারিতা
মিল্ক হলো ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদানের একটি পাওয়ার হাউজ যা আমাদের ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। এতে আছে –
১। ল্যাকটিক অ্যাসিড
মিল্কে আছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের মৃত কোষ এক্সফলিয়েট করতে সাহায্য করে। ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল এবং ত্বকের টেক্সচার উন্নত হয়।
২। ফ্যাট ও প্রোটিন
মিল্কে থাকা ফ্যাট ও প্রোটিন ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে, ত্বক হাইড্রেটেড রাখতে হেল্প করে। এটি ত্বকের ন্যাচারাল ব্যারিয়ারকে শক্তিশালী করে, যা আমাদের ত্বক হেলদি রাখতে সহায়তা করে।
৩। ভিটামিনস
মিল্কে ভিটামিন এ, ডি, ই এবং বি কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে। ভিটামিন এ কোলাজেন প্রোডাকশন বুস্ট করে ত্বকে আরলি এজিং সাইনগুলো পরতে দেয়না।
ভিটামিন ডি ত্বকের ড্যামেজ রিপেয়ারিং এ হেল্প করে।
ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে পরিবেশ দূষণ ও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। সেই সাথে এটি ময়েশ্চারাইজিং এর কাজও করে।
ভিটামিন বি কমপ্লেক্স ত্বকের কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এটি ত্বকের শুষ্কতা দূর করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
৪। খনিজ
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামের মতো খনিজ উপাদান পাওয়া যায় মিল্কে। যা ত্বকের ত্বকের সামগ্রিক স্বাস্থ্য ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
ত্বকের যত্নে মিল্ক বেইজড প্রোডাক্টের ব্যবহার
মিল্কে থাকা এসকল উপাদানের কথা চিন্তা করেই বর্তমানে মানুষ মিল্ক বেইজড প্রোডাক্টসগুলো এতটা পছন্দ করছে।
এবার আসি ল্যাভিনো মিল্ক ব্রাইটেনিং ফেসওয়াশ এবং ল্যাভিনো মিল্ক সুদিং জেল এর কথায়।
র মিল্কের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি ল্যাভিনো মিল্ক ব্রাইটেনিং ফেসওয়াশ ত্বক ডিপলি ক্লিন করার পাশাপাশি ব্রাইটেনিং এর কাজও করে থাকে। সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী এই ফেসওয়াশটি ত্বক ওভার ড্রাই করে না। মিল্কের সকল বেনিফিটস ল্যাভিনো মিল্ক ব্রাইটেনিং ফেসওয়াশে থাকায়, এটি আমাদের ত্বকের ওভারঅল হেলথ ঠিক রাখতে সাহায্য করে।
একটি প্রপার স্কিনকেয়ার রুটিনে সুদিং জেল অ্যাড করা খুবই জরুরী। আর স্কিনকে সফট ও ময়েশ্চারাইজ রাখতে যেহেতু মিল্ক খুব ভাল কাজ করে, তাই ব্যবহার করতে পারেন মিল্ক সুদিং জেল।
ল্যাভিনো মিল্ক সুদিং জেল সানট্যান দূর করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। সুদিং জেলটি লাইট ওয়েট হওয়ায় সব ধরনের স্কিনে সহজেই মিলে যায় এবং একটি ইফেক্টিভ ওয়েতে স্কিনকে হেলদি করে তোলে।
আসলে ত্বকের যত্নে মিল্ক বেইজড প্রোডাক্টগুলো আমাদের জন্য প্রকৃতির অনন্য উপহার। তবে ত্বকের ধরণ ও প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্যটি বেছে নিতে হবে।
ল্যাভিনো মিল্ক ব্রাইটেনিং ফেসওয়াশ এবং ল্যাভিনো মিল্ক সুদিং জেলসহ স্কিন কেয়ারের অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন mylavino.com এ। অথবা অর্ডার করুন ফেসবুক পেজ Lavino থেকে।
‘লিখেছেন আফরোজ জান্নাত হৃদিতা‘