শীতে আমার ত্বকের কোমলতা ও আর্দ্রতা ধরে রাখতে কি করবো?, এর কোনো ঘরোয়া উপায় আছে কি? এধরণের প্রশ্ন অনেককে করতে দেখা যায়। শীতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় ওয়েদার অনেক ড্রাই হয়ে যায় এবং এই ড্রাই ওয়েদারের প্রভাব পড়ে আমাদের ত্বকের উপর। ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া শীতকালের কমন একটি প্রবলেম। তবে এ প্রবলেমের সল্যুশন যে আমাদের হাতের কাছেই আছে তা হয়তো আমরা অনেকেই জানিনা।
ঘরোয়া বিভিন্ন প্যাক শীতে আমাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও যথেষ্ট হেল্পফুল। ত্বকের জন্য উপকারি নানা ধরণের উপকরণ আছে, যেগুলো ঘরে বসেই প্যাক বানিয়ে ব্যবহার করা যায়।
আজকের ব্লগে সেরকমই কিছু ঘরোয়া ফেইস প্যাক এর কথা বলবো, যেগুলোর রেগুলার ব্যবহারে শীতেও ত্বক থাকবে প্রাণবন্ত।
১। রোদে পোড়া ভাব কাটাতে পেঁপের প্যাক
শীতকালে অনেকেরই সানস্ক্রিন ব্যবহার না করেই বাইরে বেরোনোর প্রবণতা থাকে। এতে খুব কম সময়ে ত্বকে ট্যান পড়ে যায়। স্কিনে রোদে পোড়া দাগ বা ট্যান দূর করতে পাকা পেঁপে খুব ভালো কাজ করে।
দুই টেবিল চামচ পরিমাণ পেঁপে একটি বাটিতে নিয়ে পেস্ট বানিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এভাবে প্রতিদিন পেঁপের পেস্ট ত্বকে লাগালে রোদে পোড়া ভাব দূর হবে।
২। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মধু ও টমেটো
শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে আমাদের বেশ বেগ পেতে হয়। এ সময় টমেটো ও মধু একসাথে পেস্ট করে মুখে লাগালে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। টমেটোর রসের সাথে সামান্য পরিমাণ মধু মিশিয়ে ফেইসে লাগিয়ে নিন। মিশ্রণটি মুখে ১৫ থেকে ২০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৩। ত্বকের কোমলতা ফেরাতে এবং উজ্জ্বলতা বাড়াতে গাঁজরের পেস্ট
শীতের রুক্ষতায় আমাদের ত্বক নিজের কোমলতা হারিয়ে ফেলে। ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে গাঁজর হতে পারে একটি কার্যকরী উপকরণ। এছাড়া গাঁজরে আছে ভিটামিন বি৬ ও কে১, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে।
কচি গাঁজর পেস্ট করে তাতে সামান্য চন্দন গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কোমলতা ফিরে পাবেন।
৪। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দুধের সর ও টক দই
শীতে ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এ সময় ত্বকের উজ্জ্বলতা ফেরাতে দুধের সর ও টক দই খুব ভালো কাজ করে।
শুষ্ক ত্বকে দুধের সরের সাথে সামান্য গোলাপজল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে শুঁকানোর পর ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকে দুধের সর ব্যবহার না করাই ভালো। ত্বক তেলতেলে হলে টক দইয়ের সাথে সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এভাবে নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।