ত্বকের সৌন্দর্যে ‘সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট’ ন্যায়সিনামাইড 

স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর মধ্যে আমরা সাধারণত এমন কিছু পাই না, যা আমাদের ত্বকের অনেক ধরনের সমস্যার একসাথে সমাধান করবেকিন্তু ন্যায়সিনামাইড এমন একটি উপাদান, যা আমাদের স্কিনের নানা প্রবলেমের সলিউশনে এক্টিভলি কাজ করে যাচ্ছেআর এই জন্যই ন্যায়সিনামাইডকে বলা হয়সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট’।   

ন্যায়সিনামাইড এক ধরনের ভিটামিন বি৩এনলার্জ পোর মিনিমাইজ করা, কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে তোলা এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখার মতো একাধিক কাজ করে ন্যায়সিনামাইডবিভিন্ন ফর্মুলায় এই সুপার ইনগ্রেডিয়েন্ট টি স্কিনে ব্যবহার করা গেলেও সিরাম হিসেবে এটি সবথেকে ভালো কাজ করেকারণ সিরাম তৈরি হয় লাইট ফর্মূলায় যা স্কিনের ডিপ লেয়ারে পৌঁছে নির্দিষ্ট প্রবলেমকে টার্গেট করেসল্যুশনদেয়।    

স্কিন রিপেয়ারিং ন্যায়সিনামাইড যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে, সেগুলোই আজকের ব্লগে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি।  

ত্বকের তেলভাব নিয়ন্ত্রণ ও পোরস সংকুচিত করতে  

সেবিসিয়াস গ্রন্থি থেকে ত্বকে যে তেল নিসৃত হয়, তা নিয়ন্ত্রণ করতে পারে ন্যায়সিনামাইড 

বাড়তি তেল ত্বকের পোরগুলো বন্ধ করে দেয়ফলে ঘন ঘন স্কিনে ব্রণ হতে থাকে 

ন্যায়সিনামাইড এই সমস্যা কমিয়ে ত্বকে রাখে ব্রণমুক্ত ওঝকঝকেপরিষ্কার 

এছাড়া বড় হয়ে যাওয়া পোরগুলোকে সংকুচিত করে এটি স্কিনে মসৃণভাব এনে দেয়।  

ত্বকের প্রদাহ কমাতে   

ন্যায়সিনামাইডের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য থাকার কারণে এটি ত্বকের জ্বালাভাব ও প্রদাহের সমস্যা খুব সহজেই কমিয়ে দেয়ভিটামিন বি৩ এর এই প্রকারটি প্রদাহের কারণে হওয়া ব্রণ কমানোর ব্যাপারে বিশেষ কার্যকরী।   

ত্বকে বয়সের ছাপ ও বলিরেখা কমাতে  

আপনি যদি নিজের ত্বকের বার্ধক্য ও বলিরেখার সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষণগুলো কমাতে চান তাহলে একটি ন্যায়সিনামাইড সিরাম অবশ্যই আপনার স্কিনকেয়ার রুটিনে এড করতে পারেনকারণ ন্যায়সিনামাইডের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে ফ্রি র‍্যাডিক্যালজনিত ক্ষতি আটকাতে সাহায্য করে এবং কোলাজেন প্রোডাকশনের মাত্রা উন্নত করেফলে ত্বক ঝুলে যাওয়া এবং অকালে বলিরেখা আটকাতে ন্যায়সিনামাইড যথেষ্ট কার্যকরী একটি ইনগ্রেডিয়েন্ট।    

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে  

শুষ্ক, তৈলাক্ত ও সংবেদনশীল, সব ধরণের ত্বকের জন্য এটি উপযোগীন্যায়সিনামাইডের সাহায্যে ত্বকে সেরামাইড নামের লিপিড ব্যারিয়ার জন্মায়, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখেএটি ইনফ্ল্যামেশন দূর করতে সাহায্য করেফলে যাদের একনি-প্রন স্কিন, ন্যায়সিনামাইডযুক্ত স্কিন কেয়ার পণ্য তাদের স্কিনের জন্য যথেষ্ট ইফেক্টিভ হতে পারে।   

৫। হাইপারপিগমেন্টেশন দূর করে এবং ত্বককে করে উজ্জ্বল  

ন্যায়সিনামাইড কাজ করে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির ফলে হওয়া ড্যামেজ এবং হাইপারপিগমেন্টেশন সারিয়ে তুলতেএমনকি আগে থেকে যে পিগমেন্টেশনগুলো ত্বকে আছে সেগুলোও ধীরে ধীরে হালকা করে তুলেফলে স্কিনে আসে ইভেনটোন    

ন্যায়সিনামাইড আসলে একটি অলরাউন্ডার স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট যা আমাদের স্কিনকে ভেতর থেকে প্রোটেক্ট এবং রিপেয়ার করেসিরাম হিসেবে দিনে দুইবার ব্যবহার করলে খুব অল্প সময়েই আমরা ভালো ফলাফলপেতে পারি।  

হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন mylavino.com এ। অথবা অর্ডার করুন ফেসবুক পেজ Lavino থেকে।  

 

লিখেছেন আফরোজ জান্নাত হৃদিতা
0
    0
    Your Cart
    Your cart is empty