রূপচর্চায় অর্গানিক প্যাক 

dfsa

রূপচর্চার জগতে এখন বড় ট্রেন্ড অর্গানিক বিউটি কেয়ারশুধু অর্গানিক খাদ্যদ্রব্যই নয়, রূপচর্চাতেও মানুষ এখন বেছে নিচ্ছে অর্গানিক উপাদানকারণ দীর্ঘ মেয়াদে ত্বক সুন্দর রাখতে অর্গানিক উপাদান ব্যবহারের বিকল্প খুব কমই আছেএসব উপাদানগুলোতে আছে ভিটামিনস, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে যথেষ্ট সহায়ক।  

দিন যত যাচ্ছে পরিবেশ দূষণের মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছেআর এই দূষিত পরিবেশের প্রভাব পড়ছে আমাদের শরীর, মন, ত্বকের উপর। তাই ত্বকের জন্য দরকার আলাদা বিশেষ যত্ন 

রূপচর্চার অর্গানিক পণ্যগুলো কেমিক্যাল ফ্রি এবং এগুলো বেশিরভাগ তৈরি হয় ভেষজ উদ্ভিদ, ফলের রস, শাকসবজি বিভিন্ন ঔষধি বৃক্ষের উপাদান দিয়েঅর্গানিক এসব পণ্য ব্যবহারে ত্বক ভেতর থেকে নরম, সতেজ উজ্জ্বল হয়ে ওঠেল্যাভিনো ব্রান্ডের অর্গানিক ইনগ্রেডিয়েন্ট বেইজড পাউডার এবং প্যাকগুলো কাজ করে থাকে আমাদের ত্বকের নানামুখী সমস্যা সমাধানে 

আজকের ব্লগে এই পাউডার এবং প্যাকগুলোর উপকারিতা এবং এগুলোর ব্যবহারবিধি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি। 

Picture1

ল্যাভিনো অর্গানিক ব্রাইটেনিং উপটান   

এই উপটানে আছে মুলতানি মাটি, চন্দন, কমলার খোসা, নিম, হলুদ, গোলাপের পাপড়ি, মসুর ডাল ও চালের গুঁড়াপিগমেন্টেশন, সানট্যান ও একনির সমস্যা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এটি ইফেক্টিভলি কাজ করে।    

নির্দিষ্ট প্রবলেম টার্গেট করে উপটান টি দুএকটি উপকরণের সাথে মিলিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়।  

পিগমেন্টেশন, সানট্যান প্রিম্যাচিওর এজিং সাইনের ক্ষেত্রে  

টেবিল চামচ উপটান পাউডারের সাথে টেবিল চামচ টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন।  

ব্রণের সমস্যা এবং ডাক স্পটস দূর করতে  

টেবিল চামচ উপটান পাউডারের সাথে টেবিল চামচ মধু রোজ ওয়াটার মিশিয়ে প্যাক তৈরি করুন।  

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে  

১ টেবিল চামচ উপটান পাউডারের সাথে টেবিল চামচ দুধ এবং টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন।  

এই প্যাকগুলো ১০ থেকে ১৫ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।  

Picture3

ল্যাভিনো অর্গানিক নিম পাউডার  

নিমে আছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টিইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট প্রপার্টিজ, যা ত্বকে অতিরিক্ত সেবাম উৎপাদন রোধ করে একনির সমস্যা দূর করেত্বকের কালো দাগ দূর করতেও এটি হেল্পফুল 

ত্বকের ধরন অনুযায়ী নিম পাউডারের সাথে কিছু উপকরণ মিশিয়ে ব্যবহার করতে পারেন 

তৈলাক্ত এবং একনিপ্রন স্কিনের জন্য  

২ টেবিল চামচ নিম পাউডার, টেবিল চামচ রোজ ওয়াটার এবং টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন।  

শুষ্ক ত্বকের জন্য   

১ টেবিল চামচ নিম পাউডার, টেবিল চামচ মধু এবং ৩-৪ ফোটা লেবুর রস একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন।  

ত্বকের গ্লো ফিরিয়ে আনতে 

 ১ টেবিল চামচ নিম পাউডার, ১ টেবিল চামচ মধু এবং টেবিল চামচ মুলতানি মাটি একসাথে মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করুন।  

একইভাবে প্যাকগুলো ১০ থেকে ১৫ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন 

 

Picture2

ল্যাভিনো চারকোল মাস্ক 

ল্যাভিনো চারকোল মাস্ক ত্বকের সকল ইম্পিউরিটিস দূর করে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করেএর প্রধান উপাদান এক্টিভেটেড চারকোল ন্যাচারাল এক্সফলিয়েটর হিসেবে কাজ করে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করে 

আর টি ট্রি অয়েল কাজ করে ত্বকের এক্সেস অয়েল রিমুভ করে একনির সমস্যা কমিয়ে আনতেতাই সব ধরণের ত্বকে ব্যবহার উপযোগী হলেও অয়েলি এবং একনি-প্রন স্কিনের জন্য ল্যাভিনোর এই চারকোল মাস্কটি বেশি উপকারী 
 

ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুই থেকে তিনবার মাস্কটি ফেইসে এপ্লাই করতে পারেন।  

 

প্রাকৃতিক উপায়ে আমাদের ত্বক সুন্দর রাখতে কিছুটা ধৈর্য নিয়ে প্যাকগুলো ব্যবহার করলে আশানুরুপ ফলাফল পাওয়া যায়আর এগুলো কেমিক্যাল ফ্রি হওয়ায় পার্শপ্রতিক্রিয়ার সম্ভবনাও কম থাকে।  

হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন mylavino.com এ। অথবা অর্ডার করুন ফেসবুক পেজ Lavino থেকে

   লিখেছেন আফরোজ জান্নাত হৃদিতা 

0
    0
    Your Cart
    Your cart is empty